ফের মান কমলো ডলারের

ফের মান কমলো ডলারের
কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের ডলারের মান বাড়ছিল। অবশেষে দেশটির মুদ্রার অবনমন ঘটলো।

মার্কিন ঋণের সীমা বাড়াতে একমত হয়েছে হোয়াইট হাউস ও সিনেট। এতে তাদের ঋণখেলাপি হয়ে পড়ার শঙ্কা দূর হয়েছে। ফলে দর হারিয়েছে ডলার।

এ প্রেক্ষাপটে জাপানি মুদ্রার বিপরীতে গ্রিনব্যাকের অবমূল্যায়ন ঘটেছে এক শতাংশের ১ তৃতীয়াংশ। প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ১৪০ দশমিক ১৭ ইয়েনে।

প্রধান ৬ মদ্রার বিরুদ্ধে ইউএস মদ্রার সূচকও নিম্নমুখী হয়েছে। বর্তমানে তা ১০৪ দশমিক ২৩ পয়েন্টে অবস্থান করছে। এর আগে যা ছিল গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ।

তবে ইউরোর মূল্যমান হ্রাস পেয়েছে। যে হার শূন্য দশমিক ২ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রাটির দাম নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ০৭০৯ ডলারে।

অস্ট্রেলিয়ার কারেন্সি ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩৫ শতাংশ। ১ অসি মুদ্রার দর দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৫৪১ ডলারে।

আর নিউজিল্যান্ডের মুদ্রা শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। কিউই মুদ্রার দাম হয়েছে শূন্য দশমিক ৬০৫৮ ডলার।

সিঙ্গাপুরভিত্তিক স্যাক্সো মার্কেটের বাজার বিশেষজ্ঞ চারু চানানা বলেন, যুক্তরাষ্ট্রের দেউলিয়া হওয়ার ঝুঁকি কমেছে। এখন সবার নজর ৫ জুনে। ওই দিনই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ