বাজেট বিবরণীতে বলা হয়েছে, দেশব্যাপী দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপদিতে দেশের সব জেলায় ১৩ সদস্য বিশিষ্ট ‘জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’ গঠন ও পরিচালনা করতে হবে। একইভাবে সব উপজেলায় ৯ সদস্য বিশিষ্ট ‘উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’ পুনর্গঠন কার্যক্রম এবং ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন ও পরিচালনা করা হবে।
তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে স্ব স্ব কর্ম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী প্রতিষ্ঠান সততা সংঘ প্রতিষ্ঠা করা। এছাড়াও ছয়টি বিভাগীয় কার্যালয়ের নিজস্ব ভবন নির্মাণ ও দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হবে বরাদ্দ দেওয়া অর্থে।
অর্থসংবাদ/এসএম