ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৫ জুন) ডিএসইতে কোম্পানিটির ১ কোটি ৫৯ লাখ ২১ হাজার ২৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৮ কোটি ৫৮ লাখ টাকার বেশি।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮২ লাখ টাকার। আর ৪৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আইটি কনসালটেন্টস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আরডি ফুড, নভানা ফার্মা, অগ্নি সিস্টেমস, অ্যাডভেন্ট ফার্মা এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
আজ ডিএসইতে মোট ৩৬৬ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, দর কমেছে ১১৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮১টি কোম্পানির।
অর্থসংবাদ/এসএম