ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ সোমবার (৫ জুন) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪৩ টাকা বা ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে।
টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নর্দান জুট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারদর এদিন ৮ দশমিক ৪৯ শতাংশ কমেছে। আর ৭ দশমিক ৭০ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এদিন দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স।
আজ ডিএসইতে মোট ৩৬৬ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, দর কমেছে ১১৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮১টি কোম্পানির।
অর্থসংবাদ/এসএম