সূত্র মতে, বুধবার (৭ জুন) কোম্পানিটির ৪৭ লাখ ১৬ হাজার ৮৫৭টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৫৮ কোটি ০২ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৩৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা রুপালী লাইফ ইন্স্যুরেন্সের এদিন ২৮ কোটি ০৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আরডি ফুড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অর্থসংবাদ/এসএম