গুগল ক্লাউডের বিল পরিশোধ করবে না টুইটার

গুগল ক্লাউডের বিল পরিশোধ করবে না টুইটার
গুগল ক্লাউডের বিল পরিশোধে অস্বীকৃতি জানিয়েছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। চলতি মাসেই দুটি কোম্পানির মধ্যকার চুক্তি নবায়ন করার কথা রয়েছে। নবায়নের অংশ হিসেবে যদি বিল না দেয়া হয় তাহলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমটির ট্রাস্ট ও সেফটি টিমের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াবে।

ইলোন মাস্কের হাতে মালিকানা যাওয়ার আগে প্লাটফর্মটি স্প্যামের বিরুদ্ধে লড়াই ও অ্যাকাউন্ট সুরক্ষায় গুগলের সঙ্গে কয়েক বছরের চুক্তি করে। কিন্তু টেসলা প্রধানের কাছে মালিকানা যাওয়ার পর সবকিছুতে পরিবর্তন আসতে শুরু করে। ছাঁটাই থেকে শুরু করে ব্যয় কমাতে ও আয় বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।

দুটি কোম্পানির মধ্যে চলমান দ্বন্দ্বের কারণে টুইটারের সেফটি ও ট্রাস্ট টিম কীভাবে ক্ষতিগ্রস্ত হবে সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে একটি বিষয় জানা গেছে যে মার্চ থেকে গুগলের সঙ্গে বিদ্যমান চুক্তি পুনর্বিবেচনা করার চেষ্টা চালাচ্ছে টুইটার। প্লাটফর্মার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, টুইটার কিছু পরিষেবা তাদের সার্ভারের মাধ্যমে পরিচালনা করে থাকে। আর বাকি বিষয়গুলোর জন্য অ্যামাজন ও গুগলের ক্লাউড সার্ভারের ওপর নির্ভর করতে হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
গুগল ক্রোম বাংলায় ব্যবহার করবেন যেভাবে
ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
ওয়েবসাইটে জি-মেইল অ্যাড্রেস আনসাবস্ক্রাইব করবেন যেভাবে
আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার
দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা জানালেন প্রধানমন্ত্রী
আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়