ইলোন মাস্কের হাতে মালিকানা যাওয়ার আগে প্লাটফর্মটি স্প্যামের বিরুদ্ধে লড়াই ও অ্যাকাউন্ট সুরক্ষায় গুগলের সঙ্গে কয়েক বছরের চুক্তি করে। কিন্তু টেসলা প্রধানের কাছে মালিকানা যাওয়ার পর সবকিছুতে পরিবর্তন আসতে শুরু করে। ছাঁটাই থেকে শুরু করে ব্যয় কমাতে ও আয় বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।
দুটি কোম্পানির মধ্যে চলমান দ্বন্দ্বের কারণে টুইটারের সেফটি ও ট্রাস্ট টিম কীভাবে ক্ষতিগ্রস্ত হবে সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে একটি বিষয় জানা গেছে যে মার্চ থেকে গুগলের সঙ্গে বিদ্যমান চুক্তি পুনর্বিবেচনা করার চেষ্টা চালাচ্ছে টুইটার। প্লাটফর্মার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, টুইটার কিছু পরিষেবা তাদের সার্ভারের মাধ্যমে পরিচালনা করে থাকে। আর বাকি বিষয়গুলোর জন্য অ্যামাজন ও গুগলের ক্লাউড সার্ভারের ওপর নির্ভর করতে হয়।