মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বাজেটে তামাকজাত দ্রব্যের ওপর করারোপ সংক্রান্ত প্রস্তাবের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ তামাকবিরোধী জোট (বাটা), বিএনটিটিপি ও ডব্লিউবিবি ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি ও বাটার উপদেষ্টা আবু নাসের খান।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিএনটিটিপির প্রতিনিধি হামিদুল ইসলাম হিল্লোল। তিনি বলেন, প্যাকেটে লেখা মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রির মাধ্যমে তামাক কোম্পানিগুলো প্রতি বছর প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয়। বাজেট ঘোষণার আগে থেকেই তামাক কোম্পানিগুলো সিগারেটের দাম অনেকখানি বাড়িয়েছে।
তিনি আরও বলেন, বাজেট ঘোষণার দিন থেকেই নতুন দাম কার্যকর হওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানগুলো এখনও পুরোনো মূল্য মুদ্রিত সিগারেট বিক্রি করছে। এ অবস্থায় বাজেটে ঘোষিত সিদ্ধান্তের সুফল নির্ভর করছে নিয়মিত নজরদারি ও কঠোর বাস্তবায়নের ওপর। জাতীয় রাজস্ব বোর্ড এবং ভোক্তা অধিকার অধিদপ্তরকে এ সিদ্ধান্তের যথাযথ প্রয়োগে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক বজলুর রহমান, সাংবাদিক ও গবেষক সুশান্ত সিনহা, প্রত্যাশা মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ প্রমুখ।