বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে এক হাজার ১৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৫১ কোটি ৬৫ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৯৯৫ কোটি ৫৯ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৭ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে ২৮২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৪৪টির দর বেড়েছে, কমেছে ৯০টির। আর ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে।