সংবিধান অনুযায়ীই দ্বাদশ সংসদ নির্বাচন

সংবিধান অনুযায়ীই দ্বাদশ সংসদ নির্বাচন
দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কোনো ষড়যন্ত্র যাতে বাংলাদেশের ক্ষতি করতে না পারে সেজন্য আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। কোন অপশক্তিই বাংলাদেশকে আর দাবিয়ে রাখতে পারবে না।

শুক্রবার আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা নিজের টাকায় পদ্মা সেতু করেছি ,চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল নির্মিত হয়েছে। আওয়ামী লীগ দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখে সকল মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে।

আনিসুল হক বলেন, দেশের উন্নয়ন কারো কারো সহ্য হচ্ছে না। তারা নানাভাবে ষড়যন্ত্র, চক্রান্ত করার চেষ্টা করছে। তবে বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না।

কসবা পৌর মেয়র এম জি হাক্কানীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ, জেলা পরিষদের মহিলা সদস্য প্রভাষক রোমানুল ফেরদৌসী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন ও যুগ্ম আহবায়ক কাজী মানিক।

পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক মো. রুস্তম খা অনুষ্ঠান পরিচালনা করেন।

অর্থসংবাদ/এসইউ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা