গত বছর পদ্মা সেতু চালুর পর এই রুটে ব্যাপক প্রভাব পড়ে। পরিবহনের বড় একটি অংশ রুট পরিবর্তন করে। তবে ঈদুল আজহা উপলক্ষে গত কয়েকদিনে ব্যক্তিগত বাহন ও মাইক্রোবাসের পাশাপাশি বেড়েছে মোটরসাইকেলের চাপও।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঈদে নির্বিঘ্নে যাত্রী ও যানবাহন পারাপারে ফেরি বাড়িয়ে ১৮টি করা হয়েছে। আর সংস্কার করে পুরোপুরি সচল রাখা হয়েছে পাটুরিয়ার পাঁচটি ঘাট। কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে বিশেষ ফেরির ব্যবস্থা রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম শাহ খালিদ নেওয়াজ জানান, যাত্রীর অতিরিক্ত চাপের কারণে কর্তৃপক্ষ ওপার থেকে খালি ফেরি এনে পারাপার করছেন।
ঈদের তিন দিন পর পর্যন্ত সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধের ঘোষণা থাকলেও যানজট না থাকায় কর্তৃপক্ষ ট্রাক পারাপার স্বাভাবিক রেখেছে।
অনায়াসে পশুবাহী ট্রাক পারাপারে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান। আরো বলেন, কোনো ধরনের চাঁদাবাজি যেন না হয় সে ব্যাপারে সড়কের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।