ঈদযাত্রার শেষ দিনেও ট্রেনে যাত্রীর চাপ

ঈদযাত্রার শেষ দিনেও ট্রেনে যাত্রীর চাপ
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদ যাত্রার শেষ দিনেও যাত্রীর চাপ দেখা গেছে। কমলাপুর রেলওয়ে স্টেশনেও বেড়েছে যাত্রীর চাপ। সকাল থেকে আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিটের চাহিদা যেমন বেশি ছিল আবার কমিউটার ট্রেনেও ছিল বাড়তি চাপ।

বুধবার (২৮ জুন) সকাল ৮টায় রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।

আর একদিন পরেই ঈদুল আজহা। ঈদযাত্রার শেষ দিনে বাড়ি ফেরার তাড়া ঘরমুখো মানুষের। নিরাপদে বাড়ি যেতে অনলাইনে টিকিট কেটেছে যাত্রীরা। যারা অনলাইন মাধ্যমে টিকিট কাটতে পারেননি তাদের জন্য যাত্রার দুই ঘণ্টা আগে দাঁড়ানো (স্ট্যান্ডিং টিকিট) টিকিটের ব্যবস্থা রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনগুলোতে দেখা যায় ট্রেনের সব সিট যাত্রীতে পরিপূর্ণ। স্ট্যান্ডিং টিকিটের যাত্রীরাও উঠেছেন ট্রেনগুলোতে।

কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্র বলছে, এবার বিক্রি করা মোট আসনের ২৫ ভাগ আসনবিহীন টিকিট বা স্ট্যান্ডিং বিক্রি করা হচ্ছে কমলাপুর কাউন্টার থেকে। আসনবিহীন এ টিকিট পেতে ভোর থেকেই কাউন্টারগুলোর সামনে ভিড় দেখা গেছে টিকিট প্রত্যাশীদের। অনেক যাত্রীরা স্টেশনের মূল ফটক থেকেও আসনবিহীন টিকিট কাটতে পারছেন।

রেলওয়ে কর্মকর্তা বলছেন, টিকিট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অনলাইনে টিকিট বিক্রি ও ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয়েছে। যারাই এসব টিকিট কাটতে পেরেছেন তাদেরই যাচাই করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা