ঈদের ছুটিতেও সচল থাকছে ৭১ শিল্পকারখানা

ঈদের ছুটিতেও সচল থাকছে ৭১ শিল্পকারখানা
ঈদের ছুটিতে প্রতি বছরের মতো এবারও সচল থাকবে দেশের কিছু শিল্পকারখানা। বুধবার (২৮ জুন) সকাল ১০টা পর্যন্ত পাওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, শিল্প অধ্যুষিত সাত এলাকায় এবার ঈদের ছুটি হচ্ছে না এমন কারখানার সংখ্যা ৭১। ছুটি হয়েছে ৯ হাজার ৬০১ শিল্প কারখানার শ্রমিকদের।

শিল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজের ধরন অনুযায়ী কিছু শিল্প-কারখানা, যেমন সুতা উৎপাদনকারী স্পিনিং মিল সচল রাখতে হয়। একবার বন্ধ হলে এ ধরনের কারখানা পুনরায় সচল করার বিষয়টি সময়সাপেক্ষ। তাই একটি নির্দিষ্ট বিভাগ সক্রিয় রাখতে হয় স্পিনিং মিলে। মূলত এ কারখানাগুলো ঈদের ছুটিতেও খোলা রাখতে হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আশুলিয়া এলাকায় ছুটি দেয়া হবে না এমন কারখানা রয়েছে ১১টি এবং গাজীপুরে ২৮টি। চট্টগ্রামে ছুটি হবে না ১১টি কারখানায়। এছাড়া ময়মনসিংহ ও খুলনায় যথাক্রমে ১৪ ও ৭টি কারখানার শ্রমিক-কর্মকর্তাদেরও একটি অংশ এবার ঈদের ছুটি পাচ্ছেন না। তবে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও সিলেটের সব কারখানাই বন্ধ থাকবে বলে জানা গেছে।

দেশে শিল্প অধ্যুষিত অঞ্চল আটটি —আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেট। এসব এলাকায় মোট কারখানা রয়েছে ৯ হাজার ৯১৫টি। যার মধ্যে তৈরি পোশাক, বস্ত্র ও পাট উদ্যোক্তাদের সংগঠন এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অধিভুক্ত মিলিয়ে মোট কারখানা আছে ৩ হাজার ১৬৪টি। এ কারখানাগুলোই মূলত শ্রমঘন। বাকি ৬ হাজার ৭৫১টি কারখানা কোনো সংগঠন বা কর্তৃপক্ষের আওতায় নেই।

সূত্র জানিয়েছে, আট শিল্প এলাকায় আজ সকাল ১০টা পর্যন্ত ছুটি হয়েছে এমন কারখানা ৯ হাজার ৬০১টি। এর মধ্যে আশুলিয়ায় ১ হাজার ৭৮১টি, গাজীপুরে ২ হাজার ১৬৯টি। চট্টগ্রামে ছুটি হয়েছে এমন কারখানা ১ হাজার ৪৬৯টি, নারায়ণগঞ্জে ছুটি হয়েছে ২ হাজার ২০৭ টিতে, ময়মনসিংহে ছুটি হয়েছে ২৬৬টি কারখানা। এছাড়া খুলনায় ৬০২টি, কুমিল্লায় ৩৬৭ ও সিলেটে ছুটি হয়েছে এমন কারখানার সংখ্যা ৭৪০।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ