এদিকে মঙ্গলবার রাজধানী ছেড়েছেন ১৯ লাখের বেশি সিম ব্যবহারকারী।তবে সিম দিয়ে ঈদযাত্রায় ঢাকা ছাড়া মানুষের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন। এ ছাড়া ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে শিশুরাও রয়েছে। তাদের নামে সিম নিবন্ধন করা নেই।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের টাইমলাইনে এক পোস্টে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, মঙ্গলবার রাজধানী ছেড়েছেন ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন।এর মধ্যে সবচেয়ে বেশি রবির ৯ লাখ ৫৫ হাজার ৭৫৬ জন ব্যবহারকারী রয়েছেন। আর গ্রামীণফোনের ২ লাখ ৩০ হাজার ৮৮৬, বাংলালিংকের ৬ লাখ ১০ হাজার ৬৪১ এবং টেলিটকের ১ লাখ ৮ হাজার ৩১০টি সিম ব্যবহারকারী রাজধানী ছেড়েছেন।
মন্ত্রীর পোস্টে দেখা গেছে, একই সময় রাজধানীতেও মানুষ প্রবেশ করেছেন।তবে সেই সংখ্যা কত তা সঠিকভাবে জানা যায়নি।মন্ত্রীর দেওয়া সিমের হিসাবে, ৭ লাখ ৭৮ হাজার ৫৪৩টি সিম ঢাকায় প্রবেশ করেছে। এর মধ্যে গ্রামীণফোনের ১ লাখ ২৭ হাজার ৫৯৬টি, রবির ১ লাখ ২৩ হাজার ৯৯৩, বাংলালিংকের ৪ লাখ ৫৯ হাজার ৫৩৬ এবং টেলিটকের ৬৭ হাজার ৪১৮টি সিম ব্যবহারকারী রয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার থেকে পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শুরু হয়েছে। এরপর থেকেই ঘরমুখো মানুষের যাতায়াত শুরু হয়।