সূত্র মতে, আজ ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের। এক দিনে কোম্পানিটির শেয়ারদর ৯০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, গত তিন বছর ধরেই আর্থিক খাতের প্রতিষ্ঠানটি লোকসান দিয়ে যাচ্ছে। এর মধ্যে সর্বশেষ হিসাববছরে (২০২১) বড় লোকসান দিয়েছে কোম্পানিটি। এক বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৮ টাকা ০৩ পয়সা।
মঙ্গলবার ডিএসইতে দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুড লিমিটেডও সর্বশেষ হিসাববছরে (২০২২) লোকসান দিয়েছে। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। ২০২২ সালে খাদ্য খাতের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ২ টাকা ২৬ পয়সা।
দরবৃদ্ধির তৃতীয় স্থানে থাকা রুপালী ব্যাংকের শেয়ারদর আজ ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে।
ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় এদিন স্থান করে নিয়েছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। লোকসানি কোম্পানিটির শেয়ারদর এক দিনে ৯ দশমিক ৭৭ শতাংশ বৃদ্ধি বেড়েছে। সর্বশেষ হিসাববছরে লোকসানে থাকা আরেক প্রতিষ্ঠান খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারদরও আজ ৯ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।
ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর মঙ্গলবার ৮ দশমিক ০৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর্থিক খাতের লোকসানি প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্সের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৪১ শতাংশ। আলোচিত পিকে হালদারের লুটপাটের শিকার কোম্পানিটি সর্বশেষ হিসাববছরে (২০২১) শেয়ার প্রতি ১৯ টাকা ৯৪ পয়সা করে লোকসান দিয়েছে।
এছাড়াও ঢাকা ডাইয়িংয়ের ৭ দশমিক ১৪ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৭ দশমিক ১০ শতাংশ এবং মাইডাস ফাইন্যান্সের শেয়ার দর আজ ৬ দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।