সপ্তাহের তৃতীয় কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি'তে (সিএসই) আজ মঙ্গলবার ১৮ কোটি ৮০ কোটি টাকার লেনদেন হয়েছে।
সূত্র মতে, মঙ্গলবার (৪ জুলাই) সিএসইতে মোট ৫ হাজার ৩৪৯টি লেনদেনের মাধ্যমে মোট ৫৫ কোটি ২৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে।
এদিন প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২১ দশিমক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৭২৬ দশমিক ৬৮ পয়েন্টে। সিএসই-৫০ মূল্যসূচক ০ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩১৫ দশমিক ২৯ পয়েন্টে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর মূল্যসূচক ২ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৭৭ দশমিক ২২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স-এর মূল্যসূচক ১৩ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯০১ দশমিক ৭৩ পয়েন্টে।
আজ দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাড়িয়েছে ৭ লাখ ৫৯ হাজার ৮৭ কোটি ৯৯ লাখ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৪ লাখ ১৭ হাজার ৭৮ কোটি ৫৯ লাখ টাকায়।
সিএসই’তে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ২১১টির, এর মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ৭০ টির আর অপরিবর্তিত রয়েছে ৭৯টির ।
অর্থসংবাদ/এসএম