ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার সর্বশেষ বিক্রি হয়েছে ২৬ টাকা ৮০ পয়সা। গত ২ সেপ্টেম্বর থেকে এই ফ্লোর প্রাইসে বিক্রি হচ্ছে কোম্পানিটির শেয়ারের দাম। স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রায় সাড় ৩’শ কোটি টাকা ঋণের পাহাড়ের কারণে ব্যাংক কর্তৃপক্ষ কোম্পানির জমি নিলামে নিচ্ছে।
কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৬৩ দশমিক ২৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১২ দশমিক ৪৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাত রয়েছে ২৪ দশমিক ২৪ শতাংশ শেয়ার। এছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে দশমিক ১ শতাংশ শেয়ার। ২০১৫ সালে তালিকাভুক্ত হয় কোম্পানিটি।