রাজধানীতে আজ মঙ্গলবার আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর কাছে বিএমডব্লিউ গাড়ি হস্তান্তর করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল।
নগদের এই ক্যাম্পেইনের চূড়ান্ত পর্যায়ে নগদ গ্রাহকের দেওয়া ভোটে সেরা ১০ জনকে বাছাই করে নগদ। ৪ লাখ ৭৩ হাজার ২৭ ভোট পেয়ে তালিকায় সবার ওপরে থেকে ঢাকার পালোয়ান মাহবুব হায়দার জিতে নেন বিএমডব্লিউ গাড়ি। দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রামের সিলভিয়া ইয়াসিন পেয়েছেন ৪ লাখ ১১ হাজার ৮১৩ ভোট। কক্সবাজারের সাইদুর রহমান ৩ লাখ ৩৪ হাজার ৯৯ ভোট পেয়ে ছিলেন তৃতীয় স্থানে। ভোটের হিসাবে পরের নামগুলো হচ্ছে ভোলার মো. নাসিম, কুমিল্লার আবু সায়েদ বিন শোভন, যশোরের সানজিদা ইয়াসমিন মিলি, নোয়াখালীর সাজ্জাদ আহমেদ, রংপুরের নাহরিন নোশিন, চাঁপাইনবাবগঞ্জের ওয়াশিম আকরাম এবং বরিশালের মো. মাসুম মৃধা। ক্যাম্পেইনে সব মিলিয়ে ৪৫ লাখ ৩৯ হাজার ৫৫টি ভোট পড়ে।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘নগদ শুরু থেকে চমক দেখিয়েছে, সেই চমকের ধারাবাহিকতায় আজ বিএমডব্লিউ উপহার দিচ্ছে। বিএমডব্লিউ বিজয়ী মাহবুবকে আমার অভিনন্দন।’ তিনি বলেন, ‘আজ ডাক বিভাগকে বাঁচিয়ে রেখেছে নগদ, এ জন্য নগদকে ধন্যবাদ জানাই।’
পুরো আয়োজন প্রসঙ্গে নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘বিএমডব্লিউ ক্যাম্পেইনটি যেকোনো বিবেচনায় সাধারণ কোনো ক্যাম্পেইন ছিল না। আমার বিবেচনায় এই ক্যাম্পেইন স্মার্ট বাংলাদেশের পথে একটি বড় পদক্ষেপ। বাংলাদেশে ক্যাশলেস বা নগদবিহীন সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ক্যাম্পেইন অনন্য একটি অবস্থান তৈরি করবে বলে আমার বিশ্বাস।’
অনুষ্ঠানে জাতীয় দলের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম ভিডিও বার্তায় ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ও বিজয়ীদের শুভেচ্ছা জানান।