গ্লোব সিকিউরিটিজকে ওএমএস সেবা দেবে ত্রিমাত্রা ডিজিটাল

গ্লোব সিকিউরিটিজকে ওএমএস সেবা দেবে ত্রিমাত্রা ডিজিটাল

গ্লোব সিকিউরিটিজ লিমিটেডকে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) সেবা দেবে ত্রিমাত্রা ডিজিটাল। প্রতিষ্ঠানটি ইন্ডিয়ান কোম্পানি চেল্লা সফট প্রাইভেট লিমিটেডের মাধ্যমে এ সেবা প্রদান করবে। গত বৃহস্পতিবার (৬ জুলাই) তিন প্রতিষ্ঠানের মধ্যে একটি ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন গ্লোব সিকিউরিটিজের চেয়ারম্যান আজিজুর রহমান এবং ত্রিমাত্রা ডিজিটাল লিমিটেডের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মামুন। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন চেল্লা সফটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্বু রাজা গোপাল।


এ বিষয়ে গ্লোব সিকিউরিটিজের চেয়ারম্যান বলেন, চেল্লাসফটের অ্যাক্টিভ-ট্রেডার ‘অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) প্ল্যাটফর্ম’ বিনিয়োগকারীদের একটি শক্তিশালী এবং আধুনিক ট্রেডিং প্ল্যাটফর্ম প্রদান করবে। আমাদের বিনিয়োগকারীদের এই ওএমএস’র ব্যবহার করে আরও দক্ষতার সাথে বাণিজ্য সম্পাদন করতে সক্ষম করবে।


তিনি আরও বলেন, ডিএসই’র সাথে চেল্লা সফটের সংযোগ হলে আমাদের বিনিয়োগকারীরা ঘরে বসে তাদের মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে নিজের ট্রেড নিজে করতে পারবে। তাই বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে ‘চেল্লা সফট’ এবং ‘ত্রিমাত্রা ডিজিটাল লিমিটেড’ এর সঙ্গে আমরা চুক্তি স্মারক স্বাক্ষর করেছি।


ত্রিমাত্রা ডিজিটাল লিমিটেডের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মামুন বলেন, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস, ট্রেক হোল্ডারদের সফটওয়ার এবং সাইবার সিকিউরিটির উন্নত সেবা প্রদানে তাঁরা বদ্ধ পরিকর।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্লোব সিকিউরিটিজের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন কোম্পানিটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফজলে সাদী, চিফ অপারেটিং অফিসার শরিফুল ইসলাম শামীম, সিনিওর ম্যানেজার আলম শেখ। ত্রিমাত্রা ডিজিটাল লিমিটেডের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শরীফ রাফিয়া তাহসিন ও সিইও মশিউর রহমান।


অর্থসংবাদ/এসএম


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত