৬৫ হাজার নৌযান নিবন্ধনের উদ্যোগ

৬৫ হাজার নৌযান নিবন্ধনের উদ্যোগ
অনিবন্ধিত ৬৫ হাজার নৌ-যান নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সামুদ্রিক মৎস্য দফতর। সাগরে মাছ ধরায় শৃঙ্খলা ফেরাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশে নিবন্ধিত নৌ-যানের মধ্যে বাণিজ্যিক ট্রলার ২৩১টি ও যান্ত্রিক নৌ-যান রয়েছে ২৮ হাজার ৫০০টি।

এসব নৌ-যান ১৪টি উপকূলীয় জেলা এবং ৬৭টি উপজেলার নদী ও সাগরে চলাচল করে। এই বাইরে রয়েছে আর্টিশনাল নৌ-যান, যেগুলোর নিবন্ধন নেই।

আর্টিশনাল নৌ-যানের ধারণক্ষমতা ১৫ টনের কম। সাগরের ৪০ মিটার গভীরতার মধ্যে এসব নৌ-যান চলাচল করে। মাছের প্রজনন মৌসুমে নিবন্ধিত নৌ-যানগুলো বিধিনিষেধ মানলেও অনিবন্ধিত নৌ-যানগুলো বিধিনিষেধ মানে না। তাই এসব নৌ-যানকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে।

সামুদ্রিক মৎস্য দফতর চট্টগ্রামের পরিচালক মো. জিল্লুর রহমান জানান, সাগরে মাছ ধরায় শৃঙ্খলা ফেরাতে আর্টিশনাল নৌ-যানগুলোকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে। পরে প্রতি বছর তা নবায়ন করতে হবে। শিগগিরই এই প্রক্রিয়া শুরু হবে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে সাগরে অবৈধ কোনও নৌ-যান মাছ ধরতে যেতে পারবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা