ডিএসইতে চলছে সুদের ব্যবসা, একজনকে অব্যাহতি

ডিএসইতে চলছে সুদের ব্যবসা, একজনকে অব্যাহতি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বেশ কয়েকজন কর্মকর্তা সুদ ব্যবসায় জড়িয়েছেন। সুদের বিনিময়ে আর্থিক লেনদেনের কারণে ইতিমধ্যে এক কর্মকর্তাকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও কর্মকর্তাদের সতর্ক করে একটি আদেশও দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, সুদের মাধ্যমে আর্থিক লেনদেন করায় ডিএসইর প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা (সিআরও) খাইরুল বাশার আবু তাহের মোহম্মদের ব্যক্তিগত সচিব (পিএস) তৌহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। নতুন করে তাকে ডিএসইর মানবসম্পদ বিভাগে যুক্ত করা হয়েছে। একইসঙ্গে সিআরওর নতুন ব্যক্তিগত সচিবের কাছে যাবতীয় নথি হস্তান্তর করার জন্য তৌহিদুল ইসলামকে নির্দেশও দিয়েছে ডিএসই।

জানা গেছে, শুধু তৌহিদুল ইসলামই নয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের একাধিক কর্মকর্তা সম্প্রতি নিজেদের মধ্যে সুদের বিনিময়ে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছেন। এর প্রেক্ষিতে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে সোমবার (২৪ জুলাই) একটি আদেশ দিয়েছে ডিএসই। আদেশে অনৈতিক ও প্রতারণামূলক আর্থিক লেনদেন বন্ধ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

ডিএসইর মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন-অর-রশিদ পাঠানের সই করা ওই অফিস আদেশে বলা হয়, সম্প্রতি একটি বিষয় পরিলক্ষিত হয়েছে যে অফিসে কিছু সংখ্যক কর্মকর্তা/কর্মচারী তাদের নিজেদের মধ্যে সুদের বিনিময়ে আর্থিক লেনদেন করছে যা কোনভাবেই কাম্য নয়।

আদেশে আরও বলা হয়, অনৈতিক আর্থিক লেনদেন অফিস কালচারের সাথে অসংগতিপূর্ণ ও দৃষ্টিকটু। সম্প্রতি আমরা একজনের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি যেখানে তার বিরুদ্ধে বিশাল অংকের লেনদেন এবং টাকা যথাসময়ে ফিরিয়ে না দেওয়ার অভিযোগ আছে যা কিনা প্রতারণা শামিল। এমতাবস্থায় যে কোন প্রকার আন্ত: অনৈতিক ও প্রবঞ্চনাপূর্ণ আর্থিক লেনদেন ও বাইরের কোন ব্যক্তি থেকে কোন প্রকার আর্থিক লেনদেন (সুদের বিনিময়ে) না করার জন্য সকলকে বিনীত অনুরোধ করছি।

ভবিষ্যতে কারো বিরুদ্ধে কোন প্রতারণামূলক আর্থিক লেনদেনের অভিযোগ উঠলে ডিএসই এর চাকুরীবিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অর্থসংবাদ/ওয়ালিদ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত