বিএসইসির ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ পেল ৯ প্রতিষ্ঠান

বিএসইসির ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ পেল ৯ প্রতিষ্ঠান
পুঁজিবাজারের সেরা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বা ইন্টারমিডিয়ারিজদের পুরস্কৃত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বছর ২০২২ সালের কার্যক্রম পর্যালোচনায় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার’ পেয়েছে ৯ প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে ৯ প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। স্টক ব্রোকার ও স্টক ডিলার ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড। যৌথভাবে দ্বিতীয় হয়েছে শাহজালাল ইসলামি ব্যাংক সিকিউরিটিজ ও ইসলামি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। তৃতীয় হয়েছে যথাক্রমে ইমিনেন্ট সিকিউরিটিজ লিমিটেড ও শেলটেক ব্রোকারেজ লিমিটেড।

মার্চেন্ট ব্যাংকার ক্যাটাগরিতে প্রথম হয়েছে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। দ্বিতীয় হয়েছে যথাক্রমে এএএ ফাইন্যান্স অ্যান্ট ইনভেস্টমেন্ট লিমিটেড।

সম্পদ ব্যবস্থাপনা ক্যাটাগরিতে প্রথম ক্যাপিটেক অ্যাসেট মেনেজম্যান্ট লিমিটেড। দ্বিতীয় লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ উপস্থিত ছিলেন।

সূচনা বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ১১শ প্রতিষ্ঠানকে নিয়ে আমরা কাজ করি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রতিযোগিতার সৃষ্টি করতে পেরে আমরা আনন্দিত। আগামীতে এই প্রতিযোগিতা আমরা আরও বাড়িয়ে দেব। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আমরা ক্যাপিটাল মার্কেটকে এগিয়ে নিতে চাই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত