ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, খাতভিত্তিক লেনদেনে সাধারণ বিমার অবদান ২২ দশমিক ৩ শতাংশ। এছাড়া ১৪ দশমিক ৮ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খাদ্য খাত। তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিবিধ খাত, লেনদেনে এই খাতের অবদান ১২ শতাংশ।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জীবন বীমা খাতে ১০ দশমিক ৫ শতাংশ, বস্ত্র খাতে ৮ শতাংশ, প্রকৌশল খাতে ৫ দশমিক ৮ শতাংশ, আইটি খাতে ৪ দশমিক ৮ শতাংশ, ভ্রমণ খাতে ৪ দশমিক ৬ শতাংশ, ফার্মা খাতে ৪ দশমিক ৫ শতাংশ, ট্যানারি খাতে ২ দশমিক ৪ শতাংশ, ব্যাংক খাতে ২ দশমিক ২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২ দশমিক ১ শতাংশ, সিমেন্ট খাতে ১ দশমিক ৭ শতাংশ, কাগজ খাতে ১ দশমিক ৪ শতাংশ, সেবা খাতে ১ দশমিক ১ শতাংশ, সিরামিকস খাতে দশমিক ৯ শতাংশ, পাট খাতে দশমিক ৪ শতাংশ, আর্থিক ও মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।
প্রসঙ্গত, ডিসইতে বর্তমানে ২২ খাতে ৬৫৪টি কোম্পানি নিবন্ধিত আছে।
অর্থসংবাদ/এমআই