বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৭০৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯১ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে ৮৮১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৫১ কোটি ৮৯ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৭২৯ কোটি ৯২ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮৯ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৩৭টির দর বেড়েছে, কমেছে ১১০টির। আর ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।