বিনিয়োগ শিক্ষা নিয়ে পুঁজিবাজারে আসলে কেউ ঠকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
মঙ্গলবার (০৮ আগস্ট) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে বিএসইসি এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) আয়োজিত ‘পুঁজিবাজারে নারী’ বিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে নারীদের অন্তর্ভুক্তি প্রয়োজন। তাদের ছাড়া দেশের অর্থনীতির চাকা এগিয়ে যেতে পারবে না। তাই দেশের অর্থনৈতিক সব সেক্টরে নারীর অংশগ্রহণ প্রয়োজন। আমাদের পুঁজিবাজারে নারীদের অন্তর্ভুক্তি কম।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমাদের দেশকে এগিয়ে নিতে একজন নারী নেতৃত্ব দিচ্ছেন। উনার অভিজ্ঞতার কারণে আজ দেশের অর্থনীতি অনেক দূর এগিয়েছে। উনার কারণেই আজ আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন দেখছি।
তিনি বলেন, বিএসইসিই একমাত্র প্রতিষ্ঠান যারা আইন তৈরী করতে পারে। সংসদে যেতে হয় না। আমরা চাইলেই আইন প্রণয়ন করে তা গেজেট আকারে প্রকাশ করতে পারি।
নারীদের উদ্দেশ্যে বিএসইসির চেয়ারম্যান বলেন, আপনারা বিআইসিএম এবং বিএএসএম থেকে বিনিয়োগ শিক্ষা গ্রহণ করে পুঁজিবাজারে আসুন। আপনাদের কেউ ঠকাতে পারবে না।
অর্থসংবাদ/এসএম