ইয়েমেনে অপহৃত জাতিসংঘ কর্মকর্তা সুফিউল আনাম উদ্ধার

ইয়েমেনে অপহৃত জাতিসংঘ কর্মকর্তা সুফিউল আনাম উদ্ধার

ইয়েমেনে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে অপহরণের শিকার বাংলাদেশি জাতিসংঘকর্মী লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনামকে প্রায় দেড় বছর পর উদ্ধার করা হয়েছে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় সাবেক এই সেনা কর্মকর্তাকে উদ্ধার করা হয় বলে মঙ্গলবার (৮ আগস্ট) জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।


বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে আছেন বলে জানা গেছে।


২০২২ সালের ১১ ফেব্রুয়ারি ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে অপহরণের শিকার হন বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা এ কে এম সুফিউল আনাম। এরপর থেকে কোনো খোঁজ মিলছিল না তার। জঙ্গি গোষ্ঠী তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছিল।


তবে প্রায় সাত মাস পর গত বছরের ৭ সেপ্টেম্বর ওই কর্মকর্তার একটি ভিডিও প্রকাশ করে জঙ্গি গোষ্ঠীদের অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। ওই ভিডিওতে বলা হয়, ‘এ বাংলাদেশি সেনা কর্মকর্তা এখন মারাত্মক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তার হৃদরোগ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা আছে। তার তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা ছাড়াও হাসপাতালে ভর্তি হওয়া দরকার।’


জাতিসংঘের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা এ সাবেক বাংলাদেশি সেনা কর্মকর্তা ওই ভিডিওতে বলেন, ‘দয়া করে আমার সহায়তার জন্য জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংস্থাগুলো এগিয়ে আসুক।’ এ সময় তিনি তার অপহরণকারীদের দাবি পূরণের জন্য আহ্বান জানান।


এরপর সুফিউল আনামকে মুক্ত করতে প্রধানমন্ত্রী ও জাতিসংঘের মহাসচিব বরাবর চিঠিও পাঠায় তার পরিবার। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে উদ্ধারে তৎপর হয়।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু