বৃহস্পতিবার (১০ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির ২৩ লাখ ৭৫ হাজার ৯৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩ কোটি ০৮ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স লিমিটেড। আজ কোম্পানিটির ৬৭ লাখ ৯০ হাজার ৪১৯টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ২০ কোটি ৫৪ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যামারেল্ড অয়েল ১৬ কোটি ৮০ লাখ, সোনালী পেপার ১৩ কোটি ৮১ লাখ, দেশবন্ধু পলিমার ১১ কোটি ৫৭ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১০ কোটি ৪১ লাখ, সি পার্ল হোটেল ৯ কোটি ৩৯ লাখ, লিগ্যাসি ফুটওয়্যার ৮ কোটি ৮২ লাখ এবং আরডি ফুড ৮ কোটি ৬৬ লাখ টাকা লেনদেন করেছে।
অর্থসংবাদ/এমআই