বিনিয়োগকারীদের তথ্য ফাঁস করলো ভারতীয় হ্যাকাররা

বিনিয়োগকারীদের তথ্য ফাঁস করলো ভারতীয় হ্যাকাররা
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। বুধবার (১৬ আগস্ট) ভারতীয় হ্যাকাররা এ হামলা করেছে। সাইবার হামলার ফলে বিনিয়োগকারী এবং বিনিয়োগের তথ্য ফাঁস হয়েছে বলে জানা গেছে। আইসিবি ছাড়াও ২৪টি সরকারি-বেসরকারি ওয়েবসাইট নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে হ্যাকাররা।

জানা গেছে, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য রয়েছে।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. কিসমাতুল আহসান বলেন, আমাদের ওয়েবসাইট হ্যাকড হয়নি। আমরা এক্সেস করতেছি তবে আগের থেকে একটু স্লো কাজ করতেছে, এজন্য ভয়ের কিছু নেই। আমাদের আইটি টিম সতর্কতার জন্য যারা ওয়েবসাইটে প্রবেশ করছে তাদের আইডেন্টিটি চেক করে প্রবেশের সুযোগ দিচ্ছে, তাই হয়তো স্লো কাজ করছে।

১৫ আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয়। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের তথ্য ফাঁসসহ বেশ কয়েকটি ওয়েবাসইট সাইবার হামলার শিকার হয়েছে।

উল্লেখ্য, ভারতীয় হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেট তথ্য দখলে নিয়েছে তারা। ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁসসহ মোট ২৫ টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্য চুরি করেছে বলে জানা গেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন