৪৩৫ কোটি টাকা ব্যয়ে দিরাই-শাল্লা সড়ক পুনর্নির্মাণের সিদ্ধান্ত

৪৩৫ কোটি টাকা ব্যয়ে দিরাই-শাল্লা সড়ক পুনর্নির্মাণের সিদ্ধান্ত

৪৩৫ কোটি ৬১ লাখ ৯৫ হাজার ৪৮ টাকা ব্যয়ে মদনপুর-দিরাই-শাল্লা- জলসুখা-আজমিরীগঞ্জ জেলা মহাসড়কের দিরাই শাল্লা অংশ পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নিয়ছে সরকার। মেসার্স জন্মভূমি নির্মাতা অ্যান্ড ওয়াহিদুজ্জামান চৌধুরী জনজেবি কনস্ট্রাকশনকে এ কাজ দেওয়ার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।


বুধবার (১৬ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান।


তিনি বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক মদনপুর-দিরাই-শাল্লা- জলসুখা-আজমিরীগঞ্জ জেলা মহাসড়কের দিরাই শাল্লা অংশ পুনর্নির্মাণ-প্রকল্পের প্যাকেজ নম্বর-ডব্লিউপি-০২-এর পূর্তকাজ জন্মভূমি নির্মাতা অ্যান্ড ওয়াহিদুজ্জামান চৌধুরীকে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১১৪ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার ৩৩৮ টাকা।


অপর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ প্রকল্পের প্যাকেজ নম্বর-ডব্লিউপি-০৩-এর পূর্ত কাজ যৌথভাবে জন্মভূমি নির্মাতা অ্যান্ড ওয়াহিদুজ্জামান চৌধুরীকে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৪৭ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৪৩৩ টাকা।


এছাড়া এ প্রকল্পের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্যাকেজ নম্বর-ডব্লিউপি-০৪-এর নির্মাণ কাজ যৌথ উদ্যোগে জন্মভূমি নির্মাতা অ্যান্ড ওয়াহিদুজ্জামান চৌধুরীকে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৭৩ কোটি ৮২ লাখ ৬৮ হাজার ২৭৭ টাকা।


অতিরিক্ত সচিব জানান, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রস্তাব আনা হয়। এটি হলো- বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ‘দোহাজারি হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মিয়ানমারের কাছে গুনদুম ডুয়েল গেজ সিঙ্গেল লাইন নির্মাণ গেজ ট্র্যাক নির্মাণ’ প্রকল্পের পুনর্বাসন কাজে নিয়োজিত এনজিও’র দ্বিতীয় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৮৭ লাখ ৯২ হাজার ৯০৬ টাকা ব্যয় বৃদ্ধি করা। এটিও অনুমোদন দেওয়া হয়েছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা