আইফোন ১৫ উৎপাদন শুরু ভারতে

আইফোন ১৫ উৎপাদন শুরু ভারতে
ভারতে শুরু হয়েছে মুঠোফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপলের নতুন আইফোন ১৫ এর উৎপাদন। অ্যাপলের সর্ববৃহৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকনের তামিলনাড়ুর কারখানায় তৈরি হচ্ছে নতুন এ ফোন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লমবার্গ বুধবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফক্সকন আগে এসব আইফোন উৎপাদন করত চীনে। তবে সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে পশ্চিমাদের সম্পর্কের অবনমন ঘটলে— সেখান থেকে ধীরে ধীরে নিজেদের কার্যক্রম কমিয়ে ফেলার পরিকল্পনা করে প্রতিষ্ঠানটি।

অ্যাপল চায় আইফোন উৎপাদনের ক্ষেত্রে শুধুমাত্র চীনের ওপরই নির্ভরশীল থাকবে না তারা। এ কারণে ভারতের তামিলনাড়ুর শ্রীপারুমবুদুরে কারখানা খুলেছে তারা।

নাম গোপন রাখার শর্তে একটি সূত্র সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছে, তামিলনাড়ুর এই কারখানাটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন আইফোন অ্যাপেলের কাছে তুলে দিতে পারবে।

চীনের ওপর নির্ভরতা কমাতে গিয়ে এর সেরা বিকল্প হিসেবে ভারতকে খুঁজে পায় অ্যাপল। এ বছর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে যান। সেখানে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজে অ্যাপলের সিইও টিম কুক মোদির সঙ্গে দেখা করেন। তাদের আলোচনার মূল বিষয় ছিল— ভারতে অ্যাপলের পরিধির আরও বিস্তার ঘটানো এবং চীনের ওপর নির্ভরতা কমানো। ওই বৈঠকের পর টিম কুক বলেছিলেন ভারত তাদের জন্য ‘বিশাল সুযোগ।’

উত্তেজনা ও অনিশ্চয়তার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কিছু পদ্ক্ষেপ নিয়েছেন, যার মাধ্যমে মার্কিন ব্যবসায়ীদের চীনে বিনিয়োগ করার বিষয়টি কঠিন হয়ে গেছে। অপরদিকে চীনও মার্কিনিদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে।

সাম্প্রতিক সময়ে অ্যাপল ভারতে তাদের উৎপাদন বহুলাংশে বাড়িয়ে দিয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, গত অর্থ বছরে ভারতে ৭ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য উৎপাদন করেছে তারা।

এদিকে প্রতিবছর সাধারণত সেপ্টেম্বরে নিজেদের বার্ষিক অনুষ্ঠানে নতুন আইফোন আনার ঘোষণা দেয় অ্যাপল। ব্লুমবার্গ জানিয়েছে, নতুন আইফোন আরও শক্তিশালী ক্যামেরা, প্রসেসর ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
গুগল ক্রোম বাংলায় ব্যবহার করবেন যেভাবে
ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
ওয়েবসাইটে জি-মেইল অ্যাড্রেস আনসাবস্ক্রাইব করবেন যেভাবে
আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার
দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা জানালেন প্রধানমন্ত্রী
আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়