আইফেল টাওয়ার থেকে লাফ দেয়া যুবক গ্রেপ্তার

আইফেল টাওয়ার থেকে লাফ দেয়া যুবক গ্রেপ্তার

প্যারিসে প্যারাসুট নিয়ে আইফেল টাওয়ার থেকে লাফ দেয়ার পর এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোরে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সিএনএন।


আইফেল টাওয়ারের পরিচালনাকারী সংস্থা সিতি জানায়, স্থানীয় সময় ভোরে একজন ব্যক্তি আইফেল টাওয়ারের র্শীষে উঠেন। নিরাপত্তারক্ষীরা লোকটিকে দ্রুত শনাক্ত করেন। কিন্তু থামানোর আগেই তিনি তার কাঁধের ব্যাগে প্যারাসুটটি নিয়ে টাওয়ারের শীর্ষে পৌঁছে যান। টাওয়ারের শীর্ষের কাছাকাছি গিয়ে তিনি লাফ দেন। পরে কাছাকাছি একটি স্টেডিয়ামে অবতরণ করলে সেখান থেকে তাকে অন্যদের জীবন বিপন্ন করার দায়ে তাকে গ্রেফতার কর হয়।


ওই ঘটনার কারণে বৃহস্পতিবার সকালে টাওয়ারটি খুলতে কিছুটা দেরি হয়।


গত সপ্তাহে, বোমা সতর্কতায় আইফেল টাওয়ার একই দিনে দুবার ফাঁকা করা হয়েছিল। গত সোমবার দুই মদ্যপ আমেরিকান পর্যটককে টাওয়ারে ঘুমাতে দেখা যায়, যারা রাতের নিরাপত্তাকর্মীদের এড়িয়ে চলে গিয়েছিলেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া