যুক্তরাজ্যের মূল্যস্ফীতি জুলাইয়ে ৬ দশমিক ৮ শতাংশে নেমেছে, যা গত ১৭ মাসের মধ্যে সর্বনিম্নে অবস্থান করছে। মূলত জ্বালানি ব্যয় কমে যাওয়ায় মূল্যস্ফীতি নিচে নেমে এসেছে। ফলে জীবনযাত্রায় উচ্চ ব্যয়ের মুখোমুখি হওয়া সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে।
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস প্রকাশিত প্রতিবেদন বলছে, গত বছরের একই সময়ের তুলনায় জ্বালানির দাম স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতি কমেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর যেভাবে খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছিল, তাও কিছুটা কমে এসেছে। মজুরি বাড়ায় মূল্যস্ফীতি কমে যাওয়া সত্ত্বেও আগামী মাসে ব্যাংক অব ইংল্যান্ডের সুদহার বাড়ানোর সম্ভাবনা রয়ে গেছে। ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকটি সম্প্রতি সুদহার বাড়িয়ে ৫ দশমিক ২৫ শতাংশ করেছিল। উচ্চ সুদহার ভোক্তা ও ব্যবসায়ের জন্য বাড়ি, গাড়ি বা অন্যান্য সামগ্রী কেনার জন্য ঋণ নেয়া আরো ব্যয়বহুল করে তোলে, ফলে মূল্যস্ফীতি কমে আসে।
রাশিয়া-ইউক্রেন সংঘাত ও কভিড-১৯ মহামারীর কারণে সরবরাহ চেইন ভেঙে যাওয়ায় বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতি মোকাবেলায় ঋণব্যয় বাড়িয়েছে। যুক্তরাজ্যে গত অক্টোবরে মূল্যস্ফীতি সর্বোচ্চ ১১ দশমিক ১ শতাংশ গিয়ে ঠেকেছিল।
অর্থসংবাদ/এসএম