বেড়েই চলেছে আকরিক লোহার দাম

বেড়েই চলেছে আকরিক লোহার দাম
টানা দ্বিতীয় সপ্তাহের মতো বেড়েছে আকরিক লোহার দাম। চীনের শীর্ষ ইস্পাত উৎপাদক ফিউচার মার্কেটে ধাতুটির উৎপাদন এখনো কমার আশঙ্কা নেই। এসব প্রদেশে ক্রমবর্ধমান চাহিদা দাম বাড়াতে সহায়তা করছে। তবে দীর্ঘমেয়াদে আকরিক লোহার চাহিদা কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। খবর বিজনেস রেকর্ডার।

ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে জানুয়ারি সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি টন আকরিক লোহার মূল্য স্থির হয়েছে ৭৬৯ ইউয়ান বা ১০৫ ডলার ৫৮ সেন্টে। এ নিয়ে টানা সাতদিনের মতো ধাতুটির বাজারদর বেড়েছে।

অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জেও সেপ্টেম্বর সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ১০৫ ডলার ৫৮ সেন্টে।

ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক জানায়, চীনের অনেক প্রদেশ ‍বিদ্যুতের ব্যবহার কমাতে ইস্পাত উৎপাদন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে শীর্ষ উৎপাদক প্রদেশে হেবেই এখনো উৎপাদন কমানোর কথা ভাবছে না। আর এ খবরে ধাতুটির দাম বেড়ে গেছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া