বেড়েই চলেছে আকরিক লোহার দাম

বেড়েই চলেছে আকরিক লোহার দাম
টানা দ্বিতীয় সপ্তাহের মতো বেড়েছে আকরিক লোহার দাম। চীনের শীর্ষ ইস্পাত উৎপাদক ফিউচার মার্কেটে ধাতুটির উৎপাদন এখনো কমার আশঙ্কা নেই। এসব প্রদেশে ক্রমবর্ধমান চাহিদা দাম বাড়াতে সহায়তা করছে। তবে দীর্ঘমেয়াদে আকরিক লোহার চাহিদা কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। খবর বিজনেস রেকর্ডার।

ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে জানুয়ারি সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি টন আকরিক লোহার মূল্য স্থির হয়েছে ৭৬৯ ইউয়ান বা ১০৫ ডলার ৫৮ সেন্টে। এ নিয়ে টানা সাতদিনের মতো ধাতুটির বাজারদর বেড়েছে।

অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জেও সেপ্টেম্বর সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ১০৫ ডলার ৫৮ সেন্টে।

ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক জানায়, চীনের অনেক প্রদেশ ‍বিদ্যুতের ব্যবহার কমাতে ইস্পাত উৎপাদন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে শীর্ষ উৎপাদক প্রদেশে হেবেই এখনো উৎপাদন কমানোর কথা ভাবছে না। আর এ খবরে ধাতুটির দাম বেড়ে গেছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না