ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে জানুয়ারি সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি টন আকরিক লোহার মূল্য স্থির হয়েছে ৭৬৯ ইউয়ান বা ১০৫ ডলার ৫৮ সেন্টে। এ নিয়ে টানা সাতদিনের মতো ধাতুটির বাজারদর বেড়েছে।
অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জেও সেপ্টেম্বর সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ১০৫ ডলার ৫৮ সেন্টে।
ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক জানায়, চীনের অনেক প্রদেশ বিদ্যুতের ব্যবহার কমাতে ইস্পাত উৎপাদন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে শীর্ষ উৎপাদক প্রদেশে হেবেই এখনো উৎপাদন কমানোর কথা ভাবছে না। আর এ খবরে ধাতুটির দাম বেড়ে গেছে।
অর্থসংবাদ/এমআই