এছাড়া ‘ভেরিফাই ইটস ইউ’ নামের এ সুবিধা চালুর ফলে জিমেইল অ্যাকাউন্টের সেটিংস হঠাৎ পরিবর্তন করতে গেলে ব্যবহারকারীদের পরিচয় যাচাই করা হবে। বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত হওয়ার পরই কেবল সেটিংসগুলো পরিবর্তন করার সুযোগ দেবে প্রতিষ্ঠানটি।
এর ফলে পাসওয়ার্ড হ্যাক অথবা ব্যবহারকারীর অজান্তে কোনো ব্যক্তি তাঁর জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করলেও সেটিংসে বড় ধরনের কোনো পরিবর্তন করতে পারবেন না।
গুগলের তথ্যমতে, জিমেইল অ্যাকাউন্টে নতুন ফিল্টার চালু, চালু থাকা ফিল্টার সম্পাদনা এবং নতুন ফিল্টার ইমপোর্ট করলে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে। জিমেইলের সেটিংস থেকে ফরওয়ার্ডিং বা নতুন ফরওয়ার্ডিং ঠিকানা যোগ করলেও পরিচয় যাচাই করবে গুগল।
জানা গেছে, সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ সেটিংস পরিবর্তন করার সময় প্রথমেই ব্যবহারকারীর কাজের ধরন পর্যালোচনা করবে গুগল। এরপর ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত হতে দুই স্তরের যাচাইকরণ পদ্ধতি অনুসরণ করা হবে। পরিচয় নিশ্চিতে ব্যর্থ হলে জিমেইল অ্যাকাউন্টটি যে ব্যক্তির নামে খোলা হয়েছে, সেই ব্যক্তির ফোনে নিরাপত্তামূলক সতর্কবার্তা পাঠানো হবে। ফলে জিমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা বর্তমানের তুলনায় আরও শক্তিশালী হবে।
অর্থসংবাদ/এমআই