ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৯ আগস্ট) ডিএসইতে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৯০ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৭৫ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৫ দশমিক ০৮ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৭১ ও ২১৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৩৯১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২০ আগস্ট সর্বনিম্ন লেনদেন হয়েছিলো ৩৪৪ কোটি ৫৫ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩২০টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টির।
অর্থসংবাদ/এসএম