ব্যবসায়ীদের উপর জেল-জুলুম করলে মানুষের কষ্ট বাড়বে

ব্যবসায়ীদের উপর জেল-জুলুম করলে মানুষের কষ্ট বাড়বে
দাম বাড়ানো ব্যবসায়ীদের উপর হঠাৎ জেল-জুলুম করলে তারা কেনাবেচা সব বন্ধ করে দিতে পারে, তখন সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে। আমরা জেলজুলুমের মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমে বাজারের দরবৃদ্ধির ব্যাপারটা সমাধান করতে চাই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বাংলাদেশে সফররত ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রীকে বাজারে সিন্ডিকেটের প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিন্ডিকেটের অর্থ অনেক বড়। ডিমের কথাই ধরা যাক, একজন-দুজন তো নয়, হাজার হাজার মানুষ দেশব্যাপী ডিমের ব্যবসা করছে। সুযোগ যে তারা নেয় না, সেটা নয়। ডিমের দাম বেড়ে গেলে বলেছিলাম, দরকার হলে সরবরাহ ঠিক রাখার জন্য আমদানি করা হবে। সরকার দাম যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেট নিয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, তিনি বাণিজ্যমন্ত্রীকে ‘ধরবেন’। এ প্রসঙ্গে আজ বুধবার বাণিজ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা প্রধানমন্ত্রী বলেছেন, আমি বলিনি। তিনি কী বুঝে কোন পরিস্থিতিতে এ কথা বলেছেন, তা আমি বলতে পারব না।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর গতকাল তাঁর সঙ্গে দুই ঘণ্টা ছিলাম, কিন্তু এ প্রসঙ্গে কথা হয়নি।

বাজারে যখন জিনিসপত্রের দাম বাড়ে, তখন ভোক্তা অধিকারের মাধ্যমে চেষ্টা করা হয় যেন জিনিসপত্র ন্যায্য দামে বিক্রি হয়। তবে কখনো কখনো প্রয়োজনীয় লোকবল থাকে না। সে কারণে শতভাগ মনিটরিং সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ডিমের দাম কেমন হওয়া উচিত, তা বলে দিয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়; বাণিজ্য মন্ত্রণালয় থেকে চেষ্টা করা হচ্ছে, ডিম যেন বাজারে সে দামেই বিক্রি হয়।

মূল্যস্ফীতি সারা পৃথিবীতেই বেশি। যুক্তরাজ্যের দোকানে কয়টা টমেটো কেনা যাবে, তা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। মুহূর্তের মধ্যে তার সমাধান হবে—এমন তো সম্ভব নয় বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সব ক্ষেত্রে তুলনা চলে না। ভারতে চিনির দাম কম। নিজেদের চাহিদা মিটিয়েও তাদের হাতে বাড়তি চিনি থাকে, সেটা তারা রপ্তানি করে। বাংলাদেশে ৯৯ শতাংশ চিনি আমদানি করতে হয়। তবে দুই দেশের মানুষের খাদ্যাভ্যাসে মিল আছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ