চিকিৎসা সেবায় বাংলাদেশের অবস্থান ৯৩

চিকিৎসা সেবায় বাংলাদেশের অবস্থান ৯৩
চিকিৎসা সেবায় বিশ্বের শীর্ষ ১০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৩তম। বিশ্ব পরিসংখ্যান তাদের তথ্যে দাবি করেছে, স্বাস্থ্য সেবা ও চিকিৎসায় সবচেয়ে এগিয়ে রয়েছে তাইওয়ান, সবশেষে রয়েছে ভেনেজুয়েলা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, তৃতীয় স্থানে রয়েছে জাপান, চতুর্থ স্থানে ফ্রান্স এবং ৫ম স্থানে নেদারল্যান্ড।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়েও এগিয়ে রয়েছে ভারত ও পাকিস্তান। চিকিৎসা সূচকে ভারত রয়েছে ৪৫ নম্বরে। অন্যদিকে পাকিস্তান ৬১ নম্বরে। চিকিৎসায় থাইল্যান্ড রয়েছে ৭ নম্বরে, চীন রয়েছে ৩৯ নম্বরে।

অন্যান্য উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে তুরস্কের চিকিৎসা ব্যবস্থা ২৫ নম্বরে রয়েছে। সিঙ্গাপুর রয়েছে ২৭ নম্বরে। কানাডা ২৯ নম্বরে, সৌদি আরব ৫৪ নম্বরে। জার্মানি ২৩ নম্বরে, অস্ট্রেলিয়া ২৫ নম্বরে, যুক্তরাষ্ট্র রয়েছে ৩৬ নম্বরে এবং যুক্তরাজ্য রয়েছে ১৬ নম্বরে।

চিকিৎসার এই মান নির্ধারণ করা হয়েছে- একটি দেশের চিকিৎসা সহজ লভ্যতা, বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা, হাসপাতালের সংখ্যা, চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, পর্যাপ্ত ডাক্তার, নার্স, হাসপাতাল কর্মচারি ওষুধের পর্যাপ্ততার বিচারে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভারতে সাড়ে ৭ মাসে সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা
করোনার নতুন ভ্যারিয়েন্ট, ভারতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু
একবছরে সুপার স্পেশালাইজডে সেবা নিলেন ৪১ হাজার রোগী
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
দেশে এইডসে  আক্রান্ত ১২৭৬, মৃত্যু ২৬৬
পশ্চিমবঙ্গে ছড়াচ্ছে নতুন প্রজাতির অ্যাডিনো ভাইরাস
ডেঙ্গুতে মোট মৃত্যু ১৭০০ ছুঁই ছুঁই
করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন.১
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৮৮ জন
দেশে ডাক্তার-নার্সের ঘাটতি আছে