বিশ্বের প্রধান চা রফতানিকারক দেশ হিসেবে বাংলাদেশ ছিল অন্যতম। কিন্তু এখনও চা রফতানিতে বেশ পিছিয়েছে বাংলাদেশ। চা বোর্ডের তথ্যে এই চিত্র ফুটে উঠেছে।
তথ্য অনুযায়ী, ২০০১ সালে বাংলাদেশ ১ কোটি ২০ লাখ কেজি চা রফতানি করেছে। ২০১০ সালে তা ৯ লাখ কেজিতে নেমে আসে। ২০২১ সালে তা আরও কমে গিয়ে দাঁড়ায় ৬ লাখ ৮০ হাজার কিলোগ্রাম। এককালে চা রফতানি করে যেখানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতো সেখানে হতাশায় ডুবেছে এই খাত।
বিশ্ব রফতানি পরিসংখ্যান অনুযায়ী রফতানিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৫৭তম। বেশ কিছু কারণে চা রফতানিকারক উৎসাহ হারিয়ে ফেলছে। এর মধ্যে অন্যতম হচ্ছে-লেটার অব ক্রেডিটের আওতায় বিল পরিশোধের ক্ষেত্রে আমদানিকারকদের ব্যাংকের দীর্ঘসূত্রতার কারণে রফতানিকারক ব্যাংক তাদের বিল দেরিতে গ্রহণ করেন। এর পাশাপাশি কাঙিক্ষত বিনিময় মূল্য পাওয়া যায় না।
অর্থসংবাদ/এমআই