তৃতীয় মেট্রোরেল নির্মাণকাজ উদ্বোধন স্থগিত

তৃতীয় মেট্রোরেল নির্মাণকাজ উদ্বোধন স্থগিত
আগামী ১৬ সেপ্টেম্বর রাজধানীর তৃতীয় মেট্রোরেল উদ্বোধন করার কথা ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত ২০ আগস্ট এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে প্রকল্প কর্তৃপক্ষ বলছে, ১৬ সেপ্টেম্বর এমআরটি-৫ নর্দান রুটের উদ্বোধন স্থগিত করা হয়েছে। মূলত প্রধানমন্ত্রীর সময়ের অভাবে নির্দিষ্ট তারিখে নির্মাণ কাজ উদ্বোধন করা হচ্ছে না বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

এমআরটি-৫ (নর্দান রুট) এর প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান জানিয়েছেন, ওই দিন (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী প্রকল্পটি উদ্বোধনের জন্য সময় দিতে পারবেন না বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ প্রধানমন্ত্রী ভারত থেকে দেশে ফেরার পর প্রকল্পটি উদ্বোধনের জন্য নতুন করে সময়-সূচি ঠিক করে প্রকল্প কর্তৃপক্ষকে জানানো হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

রাজধানীর তৃতীয় মেট্রোরেল নির্মাণ করা হবে হেমায়েতপুর থেকে ভাটারার মধ্যে। এমআরটি লাইন-৫, নর্দান রুট নামে অভিহিত মেট্রোর এই লাইনের গ্রাউন্ড ব্রেকিং তথা নির্মাণ কাজ আগামী ১৬ সেপ্টেম্বর উদ্বোধন করার কথা ছিলো।

সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এ মেট্রোরেলের দৈর্ঘ্য ২০ কিলোমিটার। এর মধ্যে সাড়ে ১৩ কিলোমিটার অংশ পাতালপথে (আন্ডারগ্রাউন্ড) আর সাড়ে ছয় কিলোমিটার অংশ নির্মাণ করা হবে উড়ালপথে (এলিভেটেড)।

ঢাকায় মেট্রোরেল নির্মাণের জন্য যে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ঠিক করে দিয়েছে সরকার, তাতে এই মেট্রোর কাজ শেষ করার লক্ষ্য ধরা হয়েছে ২০২৮ সালে। বাংলাদেশী মুদ্রায় এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ২৩৮ কোটি ৫৫ লাখ টাকা।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা