ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯০১ বারে ৪৬ লাখ ৫৪ হাজার ৯৩৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ কোটি ১৯ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ২ হাজার ৪৮৩ বারে ৪২ লাখ ৭৯ হাজার ৪৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৫০ লাখ টাকা।
তৃতীয়স্থানে থাকা ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ০৯ শতাংশ। ফান্ডটি ৩১৭ বারে ১৭ লাখ ১৪ হাজার ২৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৯০ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৫৭ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৫২ শতাংশ, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৭ দশমিক ৫৪ শতাংশ, ওয়ালটনের ৭ দশমিক ৪৯ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৭ দশমিক ২৭ শতাংশ এবং নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭ দশমিক ২৭ শতাংশ বেড়েছে।