বীমার আওতায় আসতে চান সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বীমা সেবার আওতায় আসতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি বীমা কোম্পানি গঠনের বিষয়েও মতামত চাওয়া হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পত্রের আলোকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে বীমা সেবার আওতায় আনয়নের লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি বীমা কোম্পানি গঠনের বিষয়ে মতামত আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে এ বিভাগে (ই-মেইল: dsadmin@tmed.gov.bd) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে বোর্ডের ৩৫ তম সভায় এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত হয়। তৎকালীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক ওই সভায় বলেন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার নির্দেশনার ২০১৫ সালের ডিসেম্বর মাসে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সরকারি কর্মচারীদের জন্য একটি যৌথবীমার প্রস্তাব তৈরি করে।
প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট থিমেটিক গ্রুপে আলোচিত হয় এবং এ প্রস্তাবের উপর মতামতসহ ১২ জানুয়ারি ২০১৬ তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০১৬ সালের ২ জানুয়ারি এ বিষয়ে কর্মচারী কল্যাণ বোর্ডের মতামত চাওয়া হয়। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক মতামত প্রস্তুত করে ৫ এপ্রিল ২০১৬ তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।
পরবর্তীতে ২০১৮ সালে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সম্মেলনে মুক্ত আলোচনায় সরকারি কর্মচারীদের স্বাস্থ্যবীমার আওতায় আনার বিষয়টি উত্থাপিত হয়।
অর্থসংবাদ/এসএম