ইন্সুরেন্স খাতে কোম্পানি গুলোর মধ্যে সবচেয়ে দর বৃদ্ধি পেয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের। এ দিন এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৬ শতাংশ বা ২ দশমিক ৭০ টাকা বেড়ে অবস্থান করছে ৩২ দশমিক ৪০ টাকায়।
ইন্সুরেন্স খাতে কোম্পানি গুলোর মধ্যে দর বৃদ্ধির দ্বিতীয় অবস্থানে রয়েছে কর্ণফুলি ইন্স্যুরেন্স। এ দিন কোম্পানিটির ৮ দশমিক ৯০ শতাংশ বা ২ দশমিক ৪০ টাকা বেড়ে অবস্থান করছে ৩১ দশমিক ৬০ টাকায়।
রিপাবলিক ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৫২ শতাংশ বা ৩ টাকা ৪০ পয়সা বেড়ে অবস্থান করছে তৃতীয় স্থানে। কোম্পানিটির সবশেষ শেয়ার প্রতি মূল্য দাড়িয়েছে ৪২ টাকা ১০ পয়সা।
চতুর্থ অবস্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স। এ দিন কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ২৭ শতাংশ বা ৫ টাকা ৮০ পয়সা বেড়েছে। নিটল ইন্স্যুরেন্সের সবশেষ শেয়ার প্রতি প্রতি মূল্য দাড়িয়েছে ৭১ টাকা ৮০ পয়সা।
এছাড়া দর বৃদ্ধি পাওয়া অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে রয়েছে:- অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি লি:, এশিয়া ইন্সুরেন্স লি:, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লি:, সেন্টাল ইন্সুরেন্স কোম্পানি লি:, কন্টিনেন্টাল ইন্সুরেন্স লি:, ঢাকা ইন্সুরেন্স কোম্পানি লি., ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লি:, ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি লি:, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি:, ফেডারেল ইন্সুরেন্স কোম্পানি লি:, গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানি লি:, ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ লি:, জনতা ইন্সুরেন্স কোম্পানি লি., ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি:, নর্দান ইসলামি ইন্সুরেন্স লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লি:, পিপলস ইন্সুরেন্স কোম্পানি লি:, ফিনিক্স ইন্সুরেন্স কোম্পানি লি:, পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানি লি:, প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লি:, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি:, প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লি:, পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লি:, রূপালী ইন্সুরেন্স কোম্পানি লি:, রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি:, সোনার বাংলা ইন্সুরেন্স লি:, ইউনাইটেড ইন্সুরেন্স লি:।