আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ‘পার্লামেন্টওয়াচ: একাদশ জাতীয় সংসদ- প্রথম থেকে পঞ্চম অধিবেশন (জানুয়ারি-ডিসেম্বর ২০১৯)’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, সত্যিকার অর্থে কার্যকর বিরোধী দলের অনুপস্থিতি সংসদে নিশ্চিত করা হয়েছে। এখন সংসদে বর্জন হয় না, ওয়াক আউট করাও কমে গেছে। সংসদে ওয়াক আউট করা- সেটা সংসদ কতটা কার্যকর তারই একটা দৃষ্টান্ত। সংসদে মাথা ব্যাথার কারণে মাথাটাই কেটে ফেলা হয়েছে।