সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকায় ছিল শুধুই বিমা খাতের কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি শেয়ারদর পতন হয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। কোম্পানিটির শেয়ারদর আজ ৩ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ০৮ শতাংশ কমেছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ারদর এদিন ৫ দশমিক ৮৬ শতাংশ কমেছে। আর ৫ দশমিক ৪২ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে নর্দার্ণ ইন্স্যুরেন্স।
টপটেন লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
অর্থসংবাদ/এসএম