এটিএম বুথে লেনদেন কমেছে ৯ হাজার কোটি টাকা

এটিএম বুথে লেনদেন কমেছে ৯ হাজার কোটি টাকা

চলতি বছরের জুলাই মাসে এটিএম বুথের লেনদেনে ভাটা পড়েছে। জুলাইয়ে এটিএম বুথ থেকে উত্তোলন করা হয় ২৪ হাজার ৬৩০ কোটি টাকা। এর আগের মাস অর্থাৎ জুনে এটিএম বুথ থেকে উত্তোলন করা হয় ৩৩ হাজার ৮৭৭ কোটি টাকা। এক মাসের ব্যবধানে এটিএম বুথে লেনদেন কমেছে ৯ হাজার ২৪৭ কোটি টাকা।


সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন এমন তথ্য উঠে এসেছে।


ব্যাংক কর্মকর্তারা জানান, প্রযুক্তির উৎকর্ষতায় মানুষের জীবনযাত্রা আগের চেয়ে সহজ হয়েছে। এটিএম বুথ থেকে মানুষ সহজে টাকা উঠাতে পারছেন। এছাড়া সিআরএম বুথে মানুষ এখন টাকা জমা ও উত্তোলন দুই-ই করতে পারছে। এতে সময় বেঁচে যাচ্ছে। ব্যাংকের কাজও কমছে। তাঁদের জনবল নিয়োগের খরচও কমছে। তবে দেশে মূল্যস্ফীতির উর্ধ্বগতি ও কিছুটা আর্থিক অস্থিরতা চলছে। এসবের প্রভাব জুলাইয়ের লেনদেনে পড়তে পারে বলে মনে করছেন তারা।


একইভাবে জুলাইয়ে পয়েন্ট অব সেলসে (পিওএস) লেনদেনের পরিমাণ কমেছে ৪৭ কোটি টাকা। পিওএসের মাধ্যমে লেনদেন হয়েছিলো ২ হাজার ৯২৪ কোটি ৯০ লাখ টাকা। জুলাইয়ে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৮ কোটি টাকায়।


একইভাবে মেশিনে টাকা জমা দেওয়ার (সিআরএম) পরিমাণও বেশ কমেছে। সিআরএম মেশিনে জুলাইয়ে টাকা জমা দেওয়া হয়েছে ৮ হাজার ৭৩৫ কোটি টাকা। এর আগের মাসে যার পরিমাণ ছিলো ১০ হাজার ৩৯৯ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে এই মাধ্যমে টাকা জমার পরিমাণ কমেছে ১ হাজার ৬৬৪ কোটি টাকা।


তবে এই সময়ে ঘরে বসে কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ই-কমার্স লেনদেনের পরিমাণ বেড়েছে। জুনে ই-কমার্সে লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৯২ কোটি টাকা। জুলাইয়ে লেনদেন বেড়ে দাঁড়ায় ১ হাজার ৪২৭ কোটি টাকায়। এই সময়ের মধ্যে লেনদেন বেড়েছে ৩৫ কোটি টাকা।


বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছর শেষে দেশে ছড়িয়ে–ছিটিয়ে থাকা এটিএম সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭২৫টি। জুলাইয়ে এটিএমে মোট ২ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার ৫৯৫টি লেনদেন হয়েছিলো। এছাড়া ১ লাখ ৬ হাজার ৮৩২টি পয়েন্ট অব সেলসে ৫৫ লাখ ৫৭ হাজার ৯১৮টি লেনদেন, ৩ হাজার ৫১৭টি সিআরএমে ৭ লাখ ২৩ হাজার ২৫৫টি লেনদেন হয়।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ