সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রপ্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণ আরও কমেছে। অপরিবর্তিত ছিল বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৫ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ১ দশমিক ৮৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ২৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। সেই সঙ্গে ‘ডিএসইএস’ সূচক ০ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইর অপর সূচক ‘ডিএসই-৩০’ ১ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে। সূচকটি ২১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে টাকার অংকে ৪৪১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫০০ কোটি ৭৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬টি কোম্পানির শেয়ারদরই আজ অপরিবর্তিত ছিল। শেয়ারদর কমেছে ৬২টি কোম্পানির। অপরদিকে দর বেড়েছে ৮২টি কোম্পানির।
অর্থসংবাদ/এসএম