আগামী দুই বছরের জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নেস-এর সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আগামী দুই বছরের জন্য বাংলাদেশসহ মোট ১১টি দেশ সংস্থাটির বোর্ড অব গভর্নেস-এর নতুন সদস্য নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আইএইএ-এর ৬৭তম সাধারণ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
আইএইএ-এর ওয়েবসাইটে জানানো হয়, ২০২৩-২৪ সময়ের জন্য ৩৫ সদস্যের আইএইএ-এর বোর্ড অব গভর্নেস-এর দায়িত্ব পালনের জন্য নতুন করে ১১টি দেশ নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত বোর্ড অব গভর্নেস-এর সদস্যদের মধ্যে রয়েছে-আলজেরিয়া, আর্মেনিয়া, বাংলাদেশ, বুরকিনা ফাসো, ইকুয়েডর, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, প্যারাগুয়ে, স্পেন এবং ইউক্রেন।
২০২৩-২৪ সময়ের জন্য ৩৫ সদস্যের আইএইএ-এর বোর্ডের গঠন তুলে ধরা হয় সংস্থাটির ওয়েবসাইটে। ৩৫টি দেশের মধ্যে রয়েছে, আলজেরিয়া, আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রাজিল, বুলগেরিয়া, বুরকিনা ফাসো, কানাডা, চীন, কোস্টারিকা, ডেনমার্ক, ইকুয়েডর, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নামিবিয়া, নেদারল্যান্ডস, প্যারাগুয়ে, কাতার, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, স্পেন, তুর্কি, যুক্তরাজ্য, উত্তর আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, উরুগুয়ে এবং ইউক্রেন।
প্রসঙ্গত, বোর্ড অব গভর্নেস হলো আইএইএ-এর দুটি নীতি-নির্ধারক সংস্থার মধ্যে একটি।