ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২০১৯, ২০২০ এব ২০২১ সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দিবে না প্রতিষ্ঠানটি।
সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচিত ২০১৯ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৭৬ পয়সা, যেখানে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিলো মাইনাস ৮৩ টাকা ৫৩ পয়সা।
২০২০ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ টাকা ৩২ পয়সা, যেখানে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিলো মাইনাস ১০১ টাকা ২৪ পয়সা।
২০২১ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান কিছুটা কমে দাঁড়িয়েছে ১৪ টাকা ৪০ পয়সা, যেখানে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিলো মাইনাস ১১৫ টাকা ৩৪ পয়সা।
লোকসানে থাকা কোম্পানিটি আলোচ্য হিসাব বছরগুলোতে লভ্যাংশ প্রদান করেনি। প্রতিষ্ঠানটি সর্বশেষ ২০১৪ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
অর্থসংবাদ/এমআই