বৃহস্পতিবার (০১ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, শীর্ষ ডিলারের তালিকার দ্বিতীয় স্থানে আগের মাসের মতো রয়েছে ইউনাইটেড সিকিউরিটিজ। একইভাবে তৃতীয় স্থানে রয়েছে এবি সিকিউরিটিজ।
এছাড়া তালিকার চতুর্থ স্থানে রয়েছে- আইডিএলসি সিকিউরিটিজ, পঞ্চম স্থানে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ, ষষ্ঠ স্থানে সার সিকিউরিটিজ, সপ্তম স্থানে দোহা সিকিউরিটিজ, অষ্টম স্থানে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ, নবম স্থানে এম সিকিউরিটিজ এবং দশম স্থানে এমটিবি সিকিউরিটিজ।
সেপ্টেম্বরে শীর্ষ ২০ ডিলারের তালিকার মধ্যে আরও রয়েছে- ইবিএল সিকিউরিটিজ, টাইমস সিকিউরিটিজ, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, এপেক্স ইনভেস্টমেন্টস, সিটি ব্রোকারেজ, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, স্কয়ার সিকিউরিটি ম্যানেজমেন্ট, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি, এসবিসি সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং এনএলআই সিকিউরিটি।