বিসিবির কাছে এই দুই নারী ক্রিকেটারকে চেয়েছে বিসিসিআই। বিসিবিও সম্মতি দিয়েছে। ৪ থেকে ৯ নভেম্বর দুবাইয়ে হবে তিন দলের নারী আইপিএল। পুরুষদের খেলার বিরতিতে হবে মেয়েদের টুর্নামেন্ট। ২০১৮ সালে আইপিএলে পরীক্ষামূলকভাবে নারীদের খেলা অন্তর্ভুক্ত করা হয়। সেবার দুটি দলের মধ্যে একটি ম্যাচ হয়েছে। গত বছর থেকে তিন দল নিয়ে হচ্ছে নারীদের টি২০ টুর্নামেন্ট। এবারও তিন দল নিয়েই হওয়ার কথা। যদিও টুর্নামেন্টের সূচি এবং সালমাদের দল এখনো নির্ধারিত হয়নি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, চলমান ছেলেদের আইপিএলের শেষ সপ্তাহে ছয় দিনের মধ্যে মেয়েদের আইপিএলের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে ভারতীয় এবং বিদেশি ক্রিকেটাররা আরব আমিরাতে পৌঁছে যাবেন। তিন দলের ক্রিকেটারদের একই হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে। সবাইকে আমিরাতে পৌঁছে ৬ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। যেখানে প্রথম, তৃতীয় এবং পঞ্চম দিনে করোনা টেস্ট হবে। এই তিন টেস্টের ফল নেগেটিভ হলেই মাঠে নামা যাবে।