মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের পলিসি রেট বৃদ্ধির পরের দিনই প্রভাব পড়েছে আন্তব্যাংক লেনদেনের কলমানি মার্কেটে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) ব্যাংকগুলোর গড়ে ৭ দশমিক ২৩ শতাংশ সুদে লেনদেন হয়েছে যা প্রায় ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আগে ২০১৩ সালে সর্বোচ্চ ৭ দশমিক ৭৮ শতাংশ উঠেছিল কলমানি রেট।
রিপোর্ট বলছে, বৃহস্পতিবার কলমানি মার্কেটে ১ থেকে ৯০ দিন মেয়াদি মোট লেনদেন হয়েছে ৫,৩৭৪ কোটি টাকা। যার গড় রেট ছিল ৭ দশমিক ২৩ শতাংশ।
এর মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৫০শতাংশ সুদে ৩২ ও ৯০ দিন মেয়াদে দুটি ব্যাংক ধার করেছে ৮০ কোটি টাকা।
আর একদিন মেয়াদি ঋণে সর্বোচ্চ সুদ ছিল ৮ দশমিক ৫০ শতাংশ ও সর্বনিম্ন ৬ দশমিক ৫০ শতাংশ। এর মাধ্যমে ১৪০টি বিটে ৪৬৬১ কোটি টাকা লেনদেন হয়েছে।
ব্যাংকাররা বলেন, কেন্দ্রীয় ব্যাংক চাচ্ছে তাদের হাতে থাকা মূলনীতি নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি কমাতে। যার কারণে বুধবার নীতিগত সুদহার ৬ দশমিক ৫ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ২৫ শতাংশে উন্নীত করা হয়।
এর প্রভাব পড়েছে কল মানি মার্কেটে। কারণ কেন্দ্রীয় ব্যাংকের রেট সস্তা থাকলে অন্য রেটও সস্তা হয়।
এতোদিন ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদহার ছিল ১০ দশমিক ২০ শতাংশ। গতকাল তা আরও দশমিক ৫০ শতাংশ বাড়িয়ে ১০ দশমিক ৭০ শতাংশ নির্ধারণ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ২০২২ সালের ডিসেম্বরে কল মানি গড় রেট ছিল ৫ দশমিক ৮০ শতাংশ, যেখানে সেই বছরের জুনে এটি ছিল ৪ দশমিক ৮৮ শতাংশ।
২০২২ সালের ২১ মার্চ থেকে কলমানি রেট উল্লেখযোগ্য পরিমাণে বাড়তে শুরু করেছে।
অর্থসংবাদ/এসএম